দেখতে
দেখতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সময় চলে আসলো। সব কিছু ঠিক থাকলে আগামী ১১
মার্চ, শুক্রবার রাতে জোহানেসবার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে টাইগারদের
ওয়ানডে বহর।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ মার্চ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের সঙ্গে তিন ম্যাচের সিরিজে কী করবে বাংলাদেশ?
এমনিতে
তিন ফরম্যাটে টাইগারদের বেশি সাফল্য ওয়ানডেতে। তাই বলে দক্ষিণ আফ্রিকার
মাটিতে প্রোটিয়াদের সঙ্গে কুলিয়ে উঠতে পারবে কী তামিমের দল? অধিনায়ক তামিম
কী ভাবছেন? তার লক্ষ্য ও পরিকল্পনা কী?
আজ বুধবার ওয়ানডে অধিনায়ক তামিম
ইকবাল জানিয়ে দিলেন, তার দল জয়ের লক্ষ্য নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে।
তামিমের বোধ ও উপলব্ধি, বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে এখন এক পর্যায়ে আছে,
যেখানে দাঁড়িয়ে জয় ছাড়া আসলে ভাবার কিছুই নেই।
তাই তামিমের আত্মবিশ্বাসী
উচ্চারণ, ‘ওয়ানডে ক্রিকেটে, আমরা এমন একটা স্টেজে আছি জেতা ছাড়া অন্য কিছু
বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই যাবো।’
তবে
প্রোটিয়াদের দক্ষিণ আফ্রিকার মাটিতে হারানো সহজ হবে না। কাজটা কঠিন। সে
সত্য উপলব্ধিটাও আছে টাইগার ওয়ানডে ক্যাপ্টেনের। আর ইতিহাস জানাচ্ছে,
দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের রেকর্ডও তেমন ভাল না। সে কথাও মাথায় আছে
তামিমের।তাই মুখে এমন কথা, ‘এটাও সত্যি যে, সিরিজ জয় করাটা কঠিন। ওখানে
আমাদের রেকর্ড অতটা ভালো না।’
তাই বলে হাতোদ্যম হতে নারাজ তামিম। তার
চিন্তায় নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের সুখ স্মৃতি। তামিম মনে করেন,
নিউজিল্যান্ডের মাটিতেও কখনো টেস্ট জয়ের নজির ছিল না। সে কৃতিত্ব যেহেতু
অর্জিত হয়েছে, ব্ল্যাক ক্যাপ্সদের যখন তাদের মাটিতে হারানো সম্ভব হয়েছে,
তখন দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের না পারার রেকর্ডও বদলানো সম্ভব।
তাই
তামিমের মুখে আত্মবিশ্বাসী সংলাপ, ‘রেকর্ড জিনিসটাই এমন যে, যে কোনো
মুহূর্তে চেঞ্জ হতে পারে। গ্রেট উদাহরণ ছিল, নিউজিল্যান্ড টেস্ট। যেখানে
আমরা অনেকদিন যে কেনো ফরম্যাটেই ভালো খেলিনি। আমরা সেই জিনিসটা পরিবর্তন
করতে পেরেছি।’
তাই তামিমের আশা এবার দক্ষিণ আফ্রিকা সফরেও তার দল ওই
পুরনো ধারার ব্যতিক্রম ঘটাতে চায়। আমরা চেষ্টা করবো যে রেকর্ডটা আমাদের
দক্ষিণ অফ্রিকায় আছে, ওই রেকর্ডটা যেন পরিবর্তন করতে পারি। আমরা সবাই জানি
এটা চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমরা আমাদের সর্বোচ্চটা
দিয়ে চেষ্টা করবো।’
‘আগের মত ভাল ক্রিকেট খেলতে চাই’- মার্কা কথা বলে
যেতে নারাজ টাইগার ওয়ানডে অধিনায়ক। ‘এটা না যে, আমি বলে যাবো আমরা ভালো
ক্রিকেট খেলতে চাই। যেটা হয়তোবা আজ থেকে ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই
জিততে চাই। ওটা করার জন্য যা যা করার দরকার তা তা করবো। তারপর যদি রেজাল্ট
আসে ভেরি গুড। যদি না আসে আমরা আবারো কঠিন পরিশ্রম করবো।’