ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে নাসুম
Published : Thursday, 10 March, 2022 at 12:00 AM
আফগানিস্তানের
বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করে ক্যারিয়ারসেরা
র্যাঙ্কিংয়ে নাসুম আহমেদ। আজ (বুধবার) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
(আইসিসি) টি-টোয়েন্টির র্যাঙ্কিং হালনাগাদ করেছে। সেখানে বড় লাফ দিয়েছেন
বাঁহাতি এই স্পিনার। ১৭ ধাপ এগিয়ে নাসুমের অবস্থান এখন ১০ নম্বরে।
সাম্প্রতিক সময়ে কুড়ি ওভারের ক্রিকেট দারুণ সময় কাটাচ্ছেন নাসুম। সর্বশেষ
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ১০ রান
দিয়ে ৪ উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে অবশ্য ২৯ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন।
টি-টোয়েন্টির
বোলিং র্যাঙ্কিংয়ে যদিও খুব বেশি পরিবর্তন হয়নি। দক্ষিণ আফ্রিকার আনরিখ
নর্কিয়া সপ্তম স্থানে উঠেছেন মুজিব উর রহমানকে টপকে। শীর্ষ দশে আর কোনও
পরিবর্তন নেই।
ব্যাটিং কিংবা অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও বড় ধরনের কোনও
পরিবর্তন হয়নি। আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই ছয় ধাপ এগিয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ী অপরাজিত ৫৯ রান করে
রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে ১৩তম স্থানে আছেন এই আফগান ব্যাটার।
এদিকে
বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ওয়ানডের ব্যাটিং র্যাঙ্কিংয়ে
ছিলেন ১৩ নম্বরে। দুই ধাপ এগিয়ে তার অবস্থান এখন ১১ নম্বরে। ওয়ানডের
ব্যাটিং র্যাঙ্কিংয়ে সেরা দশে অবশ্য কোনও পরিবর্তন হয়নি।
টেস্ট
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন
হোল্ডারকে টপকে শীর্ষে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। মোহালিতে শ্রীলঙ্কার
বিপক্ষে প্রথম ইনিংসে হার না মানা ১৭৫ রান করার পর এক ইনিংসে ৫টিসহ ম্যাচে ৯
উইকেট নেন এই অলরাউন্ডার। হোল্ডার নেমে গেছেন দুইয়ে, তিন নম্বরে আছেন
অশ্বিন।