ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে নোংরা পানি বাজারজাত করায় অর্থদণ্ড
Published : Thursday, 10 March, 2022 at 12:00 AM, Update: 10.03.2022 12:40:28 AM
দাউদকান্দিতে নোংরা পানি বাজারজাত করায় অর্থদণ্ডআলমগীর হোসেন,দাউদকান্দি।। দাউদকান্দিতে নোংরা পানি বাজারজাত করায় আকাশ ফ্রেস ড্রিংকিং ওয়াটার নামে এক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার নেতৃত্বে, বিএসটিআই এর কুমিল্লা জেলার পরিদর্শক শাহিদুল ইসলামকে সাথে নিয়ে পরিচালিত আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকাশ ফ্রেস ড্রিঙ্কিং ওয়াটারে অভিযান চালানো হয়। এ সময় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই-এর পরীক্ষায় পানিতে নোংরা ও আবর্জনা পাওয়া যায়। তিনি বলেন, বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া অবৈধ উপায়ে পানি বোতলজাত করে বাজারে সরবরাহ করায় এই প্রতিষ্ঠানটির মালিক আবির হাসানকে বিএসটিআইয়ের ২০১৮ এর ৩১ ধারায় নগদ ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।