Published : Thursday, 10 March, 2022 at 12:00 AM, Update: 10.03.2022 12:40:33 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে বিএসটিআই এর লাইসেন্স ছাড়া বেকারি পণ্য বানানো নোহা ফুড প্রোডাক্টস্ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলার সরকারপুর এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানটি বিস্কুট, পাউরুটি ও কেক বানাচ্ছিল। পাশাপাশি অবৈধভাবে বিএসটিআই'র লোগো ব্যবহার করায় বিএসটিআই আইন ২০১৮ ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র করার জন্যে নিদের্শ প্রধান করা হয়েছে।
এসময় কুমিল্লা বিএসটিআই এর পরিদর্শক শাহিদুল ইসলাম ও দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।