শুরুটা ছিল দারুণ। কিন্তু মাঝের সময়টায় ঘটে ছন্দপতন। ওই অবস্থা থেকে ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেছেন জেসন হোল্ডার ও এনক্রুমা বনার। তাদের ব্যাটে ভর দিয়ে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের শেষটা রাঙিয়েছে ক্যারিবিয়ানরা।
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২০২ রান। ইংলিশরা ৩১১ রানে প্রথম ইনিংস শেষ করায় স্বাগতিকরা এখনও পিছিয়ে ১০৯ রানে। তৃতীয় দিন শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার হোল্ডার ও বনার।
দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল ইংল্যান্ডের ব্যাটিং দিয়ে। জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানো সফরকারীরা দ্বিতীয় দিনে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি। বেয়ারস্টো একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে উইকেট পড়েছে। ২৪ রান নিয়ে দিন শুরু করা ক্রিস ওকস আর মাত্র ৪ রান যোগ করতেই আউট। ৭২ বলে ৩ বাউন্ডারিতে করেন ২৮ রান। এরপর দাঁড়াতেই পারেননি ক্রেগ ওভার্টন (০) ও মার্ক উড (১)। আর বেয়ারস্টো শেষ ব্যাটার হিসেবে আউট হতেই ৩১১ রানে শেষ ইংল্যান্ড। ইংলিশ এই ব্যাটার ৩৮৮ বলে ২১ বাউন্ডারিতে খেলেন ১৪০ রানের ঝলমলে ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার জাইডেন সেলস। এই পেসার ৭৯ রানে নেন ৪ উইকেট। আর ২টি করে উইকেট শিকার কেমার রোচ, হোল্ডার ও আলজারি জোসেফের।
ইংল্যান্ডের বোলাররা কিন্তু শুরুতে সুবিধা করতে পারেননি। ক্যারিবিয়ান দুই ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল ছড়ি ঘুরিয়েছেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮৩ রান। ৩৫ রান করা ক্যাম্পবেলের বিদায়ে ভাঙে তাদের জুটি। পরের সময়টা নড়বড়ে অবস্থা তৈরি হয়েছিল ক্যারিবিয়ানদের। দারুণ খেলতে থাকা ব্র্যাথওয়েটও ফিরে যান। ক্যারিবিয়ান অধিনায়ক হাফসেঞ্চুরি পূরণ করে ৭০ বলে করেন ৫৫ রান। শামার ব্রুকস ভালো শুরু পেয়েও ১৮ রানে ফেরেন। জার্মেইন ব্ল্যাকও (১১) পারেননি বেশিদূর যেতে। এরপরই শুরু বনার-হোল্ডারের প্রতিরোধ।
পঞ্চম উইকেটে দুর্দান্ত জুটি গড়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজকে। তারা অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে। হোল্ডার ১০৪ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত ৪৩ রানে। আর বনার ১০৩ বলে ৩ বাউন্ডারিতে অপরাজিত ৩৪ রানে।
ইংল্যান্ডের চার বোলার- ওকস, ওভার্টন, উড ও বেন স্টোকস একটি করে উইকেট পেয়েছেন।