ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাশুড়ির প্রশংসা: পরী লক্ষ্মী, রান্না করে খাওয়ায়
Published : Thursday, 10 March, 2022 at 1:14 PM
শাশুড়ির প্রশংসা: পরী লক্ষ্মী, রান্না করে খাওয়ায়ঘর বেঁধেছেন আলোচিত তারকা পরীমণি ও শরিফুল রাজ। বিয়েটা হয়েছে গত বছরের সেপ্টেম্বরে। তবে সবাইকে নিয়ে সেই আনুষ্ঠানিকতা সেরেছেন জানুয়ারিতে। তারপর আবারও ‘গুণিন’ বাড়িতে বিয়ের পিঁড়িতে বসলেন পরী-রাজ।
 
পালকিতে স্বামী শরিফুল রাজের সঙ্গে হাজির হন তারা।  তাদের নতুন ছবি ‘গুনিন’-এর মুক্তিকে সামনে রেখে এমন অভিনব প্রচারণা।

বুধবার (৯ মার্চ) রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে এর প্রিমিয়ার শো আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম রাখা হয় ‘গুনিন বাড়ির রমিজ-রাবেয়ার বিয়ে’। ছবিটিতে রমিজ চরিত্রে শরিফুল রাজ ও রাবেয়ার ভূমিকায় দেখা যাবে পরীমণিকে। 

সেখানে উপস্থিত হয়েছিলেন পরীর নানা ও রাজের মা।
 
রাজের মা জাহানারা বেগম পরীর প্রশংসায় পঞ্চমুখ। বললেন, ‘ও খুব লক্ষ্মী। রান্না করে খাওয়ায়। তার হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ আমার খুব প্রিয়।’

তিনি আরও বলেন, ‘আমার পুত্রবধূর অনেক মায়া-মহব্বত। আমাকে আম্মু বলে ডাক দেয়, আদর-যত্ন করে আবার অনেক খেয়ালও রাখে। এককথায় সে অনেক ভালো।’

আগামী ১১ মার্চ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’। নির্মাতা জানান, ছবিটির গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে কেন্দ্র করে। তার আধ্যাত্মিক ক্ষমতা আছে। এর জোরে গ্রামে তার বিশাল প্রভাব। গুণিনের তিন নাতি রহম, আলী ও রমিজ। তার রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে ছবিটির প্রেক্ষাপট। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।