ছাত্রাবাসে ঢুকে সাফফাত নায়েম নাফি নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার এনআর ছাত্রাবাসে এই ঘটনা ঘটে।
নাফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে সকাল সাড়ে ১০টায় তাকে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
নাফির সহপাঠীরা জানান, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র শরীফ এনআর ছাত্রাবাসে থাকতেন। তার কক্ষে থাকতেন উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থী। নামাজ পড়া নিয়ে দুই জনের বাগবিতণ্ডা হয়। আরও কয়েকজন প্রায় সময় শরীফের কক্ষের সামনে হট্টগোল করতো। এ বিষয়ে মেসমালিকের কাছে অভিযোগ করেন শরিফ। এছাড়া তার কয়েকজন সহপাঠী ও বিভাগের বড় ভাইকে জানান। তারা ১০-১৫ জন বুধবার রাতে বিষয়টি নিয়ে কথা বলতে ওই ছাত্রাবাসে যান। মেসমালিকের সঙ্গে আলোচনায় বসেন তারা। আলোচনাকালে কয়েকজন সেখানে ঢুকে পড়েন। তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। শরীফ দৌড়ে চলে যান। তবে নাফিকে রাস্তার মধ্যে ধরে ফেলে তারা। সেখানে তার পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
নাফিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেন সহপাঠীরা। রাতে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ বেলা ১১টার দিকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। ছুরিকাঘাতের প্রতিবাদে সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমি রাতেই সেখানে গিয়েছিলাম। আহত ছাত্রকে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে।