শ্বশুড় বাড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার আবুল হোসেন মৃধার ছেলে হান্নান মৃধা (৩৭) সন্ধান মিলেছে ১৩ দিন পর।তবে জিবীত নয় মৃতবস্হায়। মুক্তিপণ টাকা দিয়ে ও হান্নান কে জিবীত পেল না তার বৃদ্ধ পিতা মাতা।গতকাল রোববার ১৩ মার্চ সকাল ৯ টায় যশোহরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে একটি গাছে হান্নানের মরদেহ মাটিতে পা লাগানো ঝুলন্তবস্হায় উদ্ধার করেছে।পরে তারা চাঁদপুরে হান্নানের বাড়িতে খবর দিলে দুপুর ১ টায় তারা হান্নানের লাশ আনতে যশোহরে ছুটে যায়।
গত ১ মার্চ দুপুর ১টার দিকে হান্নান দোকান বন্ধ করে তার শ্বশুড় বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রধানিযা বাড়িতে শিশু পুত্র সন্তানকে দেখতে যায়।শশুড় বাড়ি থেকে ফেরার পথে সে নিখোঁজ হন।
৭ মার্চ রাত ৩ টা থেকে বেনাপুল থেকে অচেনা ব্যাক্তিরা মোবাইলে কল দিয়ে নিখোঁজ হান্নান তাদের কাছে বলে জানায়। তাকে ফিরে পেতে মুক্তিপণ ১ লাখ টাকা চাওয়া হয়। হান্নানের ভাই ও আত্মিয় স্বজনরা তাদের কথা বিশ্বাস করে নিখোঁজ হান্নানকে তাদের সাথে কথা বলতে বললে হান্নান কান্না জড়িত কণ্ঠে বলেছিল ভাই আমাকে বাঁচান। তারপর তারা চাঁদপুর মডেল থানায় সাধারন ডায়রী করলে যাকে বিষয় টি তদন্তের জন্য দিয়েছে সেই পুলিশ কর্মকর্তার সাথে আলোচনা করলে তিনি যশোহর থানার সাথে কথা বলে মুক্তিপণের টাকা সহ তাদের কে সেখানে পাঠান ।মোবাইল নাম্বারটি রেজিষ্ট্রেশন না থাকায় টেকিং করা সম্ভব হয়না। তারপর ও ৫০ হাজার টাকা দেয়া হয়।
হান্নান গত ১ মার্চ শ্বশুড় বাড়িতে বাচ্চাকে দেখতে যায় তার পর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়ার পর তার আত্মীয় স্বজন অনেক খোঁজা খুজি করেও কোনো সন্ধান না পেয়ে গত ২ মার্চ বুধবার রাতে চাঁদপুর মডেল থানায় তার ভাই একটি নিখোঁজ জিডি করে। হান্নান অপহরন ও হত্যার বিষয়ে চাঁদপুর মডেল থানায় হান্নানের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি নিয়েছে।