ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘আমীর আলী স্যারের’ ৮৫তম জম্মদিন ঘিরে শুভানুধ্যায়ীদের আড্ডা
Published : Wednesday, 16 March, 2022 at 12:00 AM
‘আমীর আলী স্যারের’ ৮৫তম জম্মদিন ঘিরে শুভানুধ্যায়ীদের আড্ডাস্টাফ রিপোর্টার: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদ থেকে ২৭ বছর আগে অবসর নিয়েছিলেন অধ্যাপক আমীর আলী চৌধুরী। এখনও তিনি সামাজিক নানামুখী কর্মযজ্ঞে সোচ্চার। অন্যায় অনাচারের বিরুদ্ধে সাহসী উচ্চারণ করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ৮৫তম জম্মদিন ঘিরে শুভানুধ্যায়ীদের নিয়ে আড্ডায় মেতে ওঠেন কলেজের সাবেক শিক্ষার্থীরা। সবার প্রিয় ‘ আমীর আলী স্যার’ কে নিয়ে কলেজ জীবনের নানা সুখস্মৃতির ঝাপি মেলে ধরেন তাঁরা। ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, কথামালায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার নাহার প্লাজায় ওই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে আমীর আলী চৌধুরী বলেন, ‘এখনও মনের জোরে টিকে আছি। শরীরের জোরে নয়। ভালোবাসার বন্ধনে এখনোও টিকে আছি। সুস্থ থেকেই চলে যেতে চাই।’
জম্মদিন উপলক্ষে কথা বলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী , বেসরকারি উন্নয়ন সংস্থা পেইজের নির্বাহী পরিচালক লোকমান হাকিম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল,  সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খান, সচেতন নাগরিক কমিটি ( সনাক) কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান,  বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সোসাইটির সভাপতি এ বি এম খোরশেদ আলম, আবৃত্তিকার বদরুল হুদা জেনু, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া খোন্দকার, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৯৬ ব্যাচের শিক্ষার্থী ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমীর আলী চৌধুরী এখনো চিরসবুজ, চিরতরুণ। তাঁর সাহচার্য  পেয়ে এখনও ধন্য আমরা। এখনও তিনি বেঁচে আছেন আমাদের মাঝে। তিনি শতায়ু হোন।