ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে ডাকাতিয়া নদী থেকে বাশের বানা ও অবৈধ জাল অপসারণ
Published : Wednesday, 16 March, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুয়ায়ী কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতিয়া নদী থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাশের বানা ও অবৈধ জাল অপসারণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী মনোহরগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাশের বানা ও অবৈধ জাল অপসারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান, কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মঞ্জুরুল ইসলাম, মনোহরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মিলন, বেলাল হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।