লালমাইয়ে বেকার যুবকদের নিয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা
Published : Wednesday, 16 March, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলা প্রসাশনের আয়োজনে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালা হয়। মঙ্গলবার ১৫ মার্চ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, রিয়াজ মোর্শেদ মাসুদ, উপজেলা সিএ মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এধরনের প্রশিক্ষণ চলমান থাকবে। এছাড়া স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে প্রশিক্ষন দেওয়া হবে। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রত্যেক পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সে লক্ষ্যে আমরা এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করলাম। তিনি বলেন, বেকারত্ব দূরীকরনে উক্ত কর্মশালাটি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করবে।