তিতাসের অভিযানে হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা
Published : Wednesday, 16 March, 2022 at 12:00 AM
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে ভ্রাম্যমাণ আদালত টিমের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩শ’ জনকে আসামি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, মঙ্গলবার (১৫ মার্চ) তিতাস গ্যাস লিমিটেডের রূপগঞ্জ যাত্রামুড়া শাখার ব্যবস্থাপক (ইএসএস) মো. রফিকুজ্জামান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন– কালাদি এলাকার খোশ আক্তার, বরুটিয়া কলাতলী এলাকার রিপন, কালাদি এলাকার পনির, জাহিদুল, শওকত, আবদুল আজিজ, ফজলুল হক, আক্তার, হামিদুল, নেওয়াজ আলী, আব্দুল হক সরকার, বিল্লাল, বাবু, শরীফ।
মামলার বাদী রফিকুজ্জামান জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন, কালাদিসহ বেশ কয়েকটি এলাকায় কয়েক’শ অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে তিতাস গ্যাসের টিম কাঞ্চন এলাকায় পৌঁছে। সে সময় সংযোগ বিচ্ছিন্ন করতে মাটি খোঁড়া শুরু করলে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিতাস গ্যাসের টিমের ভেকুসহ দুটি গাড়ি ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রূপগঞ্জ থানার ওসি বলেন, ‘আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’