ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোয়াটসঅ্যাপে সিনেমার ভুয়া লিংক, ক্লিকেই নেই ৩০ লাখ!
Published : Thursday, 17 March, 2022 at 1:11 PM
হোয়াটসঅ্যাপে সিনেমার ভুয়া লিংক, ক্লিকেই নেই ৩০ লাখ!বিনামূল্যে ছবি দেখার লোভ সামলাতে না পেরেই অনেকেই লাখ লাখ টাকা খোয়াচেছন ভারতে। আর ঘটনাগুলো ঘটছে সদ্য মুক্তি পাওয়া বলিউডের আলোচিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ কেন্দ্র করে। 

ছবিটি দেখতে সরকারি ছুটিও মঞ্জুর করেছে আসাম ও মধ্যপ্রদেশের রাজ্য সরকার। পাঁচটি রাজ্যে করমুক্ত করা হয়েছে ছবিটি। পাঁচ দিনেই রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। বক্স অফিস বিশেষজ্ঞদের অনুমান ৩৫০ কোটি টাকা ব্যবসা করতে পারে এই ছবি। 

কাশ্মিরি পণ্ডিতদের গণহত্যা নিয়ে তৈরি করা ছবির ভুয়া লিংক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ম্যালওয়ার ভাইরাসের মাধ্যমে তথ্য হাতিয়ে নিয়ে লাখ লাখ টাকা লোপাট করছে একটা অসাধু চক্র। 
উত্তর প্রদেশের নয়ডা পুলিশ জানিয়েছে, এরই মধ্যে তারা বেশ কয়েকটি থানায় এ বিষয়ক বেশকিছু অভিযোগ পেয়েছেন। এর মধ্যে ২৪ ঘণ্টায় একটি থানাতেই পড়েছে তিনটি অভিযোগ। সম্মিলিতভাবে ওই ব্যক্তিরা লিংকে ক্লিক করে ৩০ লাখ টাকার বেশি খুইয়েছেন নয়ডা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রন বিজয় সিং এমনটাই জানিয়েছেন।

তাই এই ভুয়া হোয়াটসঅ্যাপ লিংক সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে বলেছে নয়ডা পুলিশ। 
 
সূত্র: ইন্ডিয়া ডটকম