ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে আগুনে পুড়ে ছাই মেহেদী অটো টিম্বার স’মিল
Published : Monday, 21 March, 2022 at 12:00 AM, Update: 21.03.2022 1:31:32 AM
লালমাইয়ে আগুনে পুড়ে ছাই মেহেদী অটো টিম্বার স’মিল প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার সংলগ্ন পশ্চিম অশ্বথতলা ১৯ মার্চ রাত ১.৫০ টা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দেলোয়ার হোসেনের স-মিল ও ওই স্থানে রাখা ফার্নিচার ।
১৯ মার্চ মধ্যরাতে হঠাৎ আগুনের লেলিহান শিখায় সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় স-মিলটি। এতে স-মিলটির ইঞ্জিন বসতিস্থাপন ও অন্যান্য সরঞ্জামগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনি প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায় স্ মিলে রাখা একটি সিএনজি ও দুটি ভ্যান গাড়ি পুড়ে যায়। আলাউদ্দিন কিস্তির টাকায় সিএনজি কিনে পুড়ে যাওয়ায় হাউমাউ করে কাঁদতে থাকে। স্ মিলের পাশে শাহআলম নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ভ্যানচালক শাহআলমের স্ত্রী জাহানারা বলেন আমি কুমিল্লা ইপিজেডে চাকুরী করি আগামী সপ্তাহে মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করে বাজার করেছি। সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার কি হবে, একথা বলে বিলাপ করতে থাকেন। সব কিছু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে জাহানারা।
এদিকে আগুন লাগার খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণের দমকল বাহিনী ও স্হানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস দেন।