ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনা পৌরসভার ৮০ভাগ লোক স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করবে
Published : Wednesday, 23 March, 2022 at 12:00 AM
হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভার ৮০ ভাগ লোক এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে উন্নত স্বাস্থ্য সংসম্মত ল্যাট্রিন ব্যবহার এবং সাবান দিয়ে দুই হাত ধোয়ায় অভ্যস্থ হয়ে উঠবে। এ লক্ষ্যে পৌর মিলনায়তনে ওয়াশ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ প্রত্যাশা ব্যক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২, হোমনা তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, জিওবি ইউনিসেফ ওয়াশ প্রকল্পের কনসালটেন্ট কায়েদ-ই-আজম, পৌর আ'লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, পৌর সচিব শাহাদাত হোসেন, সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার প্রমুখ।