বুড়িচংয়ে রোবটিক্স ও প্রোগ্রামিং সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
Published : Wednesday, 23 March, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে রোবটিক্স ও প্রোগ্রামিং সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের (১৫-২৭ মার্চ ২০২২) উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। মোট ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৫ মার্চ মঙ্গলবার এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। অনুষ্ঠান উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার সহকারী কমিশন (ভূমি) ছামিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান এবং স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বর্তমান ডিজিটাল যুগে রোবটিক্স ও প্রোগ্রামিং এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে রোবট ও প্রোগ্রামিং কি হবে এ বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বলেন ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের জন্যে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রোবটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে দক্ষতা অর্জন অপরিসীম। রোবটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী তৌসিফ বিন পারভেজ ও মাহিন খান প্রশিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।