নাঙ্গলকোটে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা
Published : Wednesday, 23 March, 2022 at 12:00 AM
বারী উদ্দিন আহমেদ বাবর ||
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল হক, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদ, মৎস কর্মকর্তা গোলাম মোস্তফা, মৎস সম্প্রাসরণ কর্মকর্তা প্রিতম চন্দ্র, প্রাণীসম্পদ কর্মকর্তা আশরাফজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিল মাধব কুন্ড, এজিএম কম শহীদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, নাঙ্গলকোট এক্সপ্রেস সম্পাদক অধ্যক্ষ সায়েম মাহবুব, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের মোট ২১টি স্টল তাদের প্রদর্শনী করেন।