Published : Wednesday, 23 March, 2022 at 12:00 AM, Update: 23.03.2022 1:02:46 AM
এবিএম আতিকুর রহমান বাশার:
কুমিল্লার
দেবীদ্বারে রুমী আক্তার (১৮) নামে ৫ মাসের অন্তঃস্বত্বা এক গৃহবধূর গলায়
ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। মঙ্গলবার (২২
মার্চ) সকালে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের শ্বশুরালয় থেকে তার
লাশ উদ্ধার করা হয়। দুপুরে ময়না তদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালের মর্গে
পাঠানো হয়।
নিহতের স্বজনদের দাবি, যৌতুকের জন্য নির্যাতন করে রুমিকে
হত্যার পর আত্মহত্যা বলে প্রচার চালায় স্বামীর বাড়ির লোকজন। এটি হত্যা নাকি
আত্মহত্যাÑ এ বিষয়টি উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য রুমী আক্তারের স্বামী
মোঃ এমরান ও ভাসুর মোঃ কালু মিয়াকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে
জানা যায়, গৃহবধূ রুমি আক্তার বারুর গ্রামের আব্দুল আজিজের দ্বিতীয় স্ত্রীর
প্রথম পুত্র ট্রাক্টর শ্রমিক মোঃ এমরান হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের
নারায়নপুর (ছগুরা) গ্রামের মাদার বকশি বাড়ির মৃত: সাহেব আলীর কন্যা। প্রায়
সাড়ে ৬ মাস পূর্বে ইমরানের সাথে রুমির বিয়ে হয়। রুমি ৫ মাসের অন্ত:স্বত্বা
ছিল। মঙ্গলবার দুপুরে পুলিশ এসে নিহতের মরদেহের ছোরতহাল রিপোর্ট তৈরীপূর্বক
ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকের কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
রুমি
আক্তারের বোন সেফালী আক্তার বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য রুমির উপর
চলত শারিরীক নির্যাতন। আমরা বোনের সুখের জন্য বিভিন্ন সময়ে নগদ টাকাসহ ৮০
হাজার টাকার ফার্নিচার কিনে দেই। সোমবার নতুন করে আরো ৬ হাজার টাকার দাবীতে
আমর বোনকে পরিবারের লোকজন মিলে হত্যা করে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে
আত্মহত্যা করেছে বলে প্রচার করে।
নিহতের শ^শুর আব্দুল আজিজ জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে জানি না। তবে ভোরে শুনতে পাই সে আত্মহত্যা করেছে।
এদিকে
গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। তার ঝুলন্ত দেহটি
স্বাভাবিক অবস্থায় দাড়ানো ও হাতগুলো মুষ্টিবদ্ধ ছিল। ফাঁসটি গলার অংশে না
থেকে ঘাড়ের অংশে হেলানো ছিল। পুলিশ ওই ঘটনায় গৃহবধূর স্বামী এমরান ও ভাসুর
কালু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন।
দেবীদ্বার
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জানান, নিহত গৃহবধূর মরদেহ
ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট
আসার পরই ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত বলা যাবে। ঘটনাটির তদন্ত
চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।