ফুল ও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিজ বিদ্যালয়ে সংবর্ধিত একুশে পদকপ্রাপ্ত কবি কামাল চৌধুরী
Published : Wednesday, 23 March, 2022 at 12:00 AM, Update: 23.03.2022 1:03:43 AM
চৌদ্দগ্রাম
প্রতিনিধি:
ফুল ও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিজ বিদ্যালয়ে সংবর্ধিত
হলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীর প্রধান
সমন্বয়কারী ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি ও কথা সাহিত্যিক ড. কামাল আবদুল
নাসের চৌধুরী। মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত
বিজয়করা স্কুল এন্ড কলেজ মাঠে সংবর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলপথ
মন্ত্রী সংসদ সদস্য মুজিবুল হক।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
সংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালেদ বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে
স্বপরিবারে হত্যার পরে এ নিয়ে কবিতা লিখে প্রতিবাদ করেছিলেন, আজকের
সংবর্ধিত বরেণ্য কবি কামাল চৌধুরী। কবিতা ও কথা সাহিত্যের জন্য তিনি অনেক
অবদান রেখেছেন। এজন্য সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানীত পুরস্কার
একুশে পদক দিয়ে তাকে সম্মানিত করেছেন। তার কবিতা চির স্মরণীয় হয়ে থাকবে।
তিনি দেশের একজন প্রধান কবি। তিনি ছাত্রলীগের সংগীত ও অনেক স্লোগানের
রচয়িতা।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী সংসদ সদস্য মুজিবুল
হক বলেন, কবি কামাল চৌধুরী একজন মেধাবী। তার মেধা ও বিচক্ষণতার জন্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সম্মানিত করেছেন। প্রধানমন্ত্রীর একজন
আস্থাভাজন হিসেবে তিনি পরিচিত। অত্যন্ত সততার সহিত তিনি বঙ্গবন্ধুর জন্মশত
বার্ষিকীর প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। জাতীয়ভাবে
পুরস্কার পেয়ে তিনি চৌদ্দগ্রামের মাটিকে সম্মানিত করেছেন। এজন্য আমি কবি
কামাল চৌধুরীকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। তিনি নতুন প্রজন্মের
শিক্ষার্থীদেরকে কবি কামাল চৌধুরীর মতো আলোকিত মানুষ হওয়ার জন্য আহবান
জানান।
সংবর্ধিত কামাল চৌধুরী বলেন, আজকের এ সংবর্ধনা অনুষ্ঠান সত্যি
আমার জন্য একটি আবেগঘন দিন। যে বিদ্যালয়ের মাঠে আমাকে সংবর্ধনা দেওয়া
হচ্ছে, আমি এ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখানে জড়িত রয়েছে আমার শৈশব ও কৈশোর।
আমার বাবা ছিলেন একজন ভাষা সৈনিক। পরিবার থেকে উৎসাহ পেয়েছি বলে আজকে আমি
কবি হতে পেরেছি। নিজ এলাকায় আমাকে এ বিশাল সংবর্ধনা প্রদানের জন্য সকলকে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া
হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেজর
জেনারেল(অব.) অধ্যাপক এইচ আর হারুনুর রশীদ, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ
কামরুল হাসান, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম,
অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, এফবিসিসিআই এর পরিচালক সৈয়দ
মোয়াজ্জেম হোসেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন, পৌর মেয়র
জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ
বাবুল, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, ভাইস চেয়ারম্যান
এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার এবং পরিবারের পক্ষ থেকে
বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবির ছোট ভাই
আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শিব প্রসাদ
দাস গুপ্ত, চিওড়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু নাসের খান, সুপ্রীমকোর্টে
আইনজীবি ড. আবদুল মান্নান ভুঁইয়া, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক
হেলাল, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভুঁইয়া প্রমুখ।