ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
Published : Tuesday, 29 March, 2022 at 12:00 AM, Update: 29.03.2022 12:41:33 AM
কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা শহরে অবস্থিত শিক্ষা মন্ত্রনালয় ও কুমিল্লা শিক্ষা বোর্ড অনুমোদিত কুমিল্লা আইডিয়াল কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, বিশেষ অতিথি ছিলেন কলেজ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শাহ মোহাম্মদ আলমগীর খান, এইড এর নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, জাতীয় রাজস্ব বোর্ড এর সহকারী রাজস্ব কর্মকর্তা কাস্টমস এক্সইজ ও ভ্যাট মো: আলমগীর হোসেন। অনুষ্ঠানের বক্তারা বলেন- স্বাধীনতা বাঙ্গালী হিসেবে আমাদের বড় অর্জন, আর এই স্বাধীনতা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের নির্দেশনায়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’য় পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন। এই স্বপ্ন পূরনে তথা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন । কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক ফাহিমা আক্তার এর পরিচালনায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক ইমতিয়াজ মজুমদার, অনুষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও উচ্চতর গনিত বিষয়ের প্রভাষক আরিফুর রহমান। এতে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আদনান ছাত্তার মজুমদার, ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন, প্রভাষক মো: হাসান ভূইয়া, আরিফুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, মো: নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, সুফিয়া আক্তার, নিশাত মাহমুদ, ফয়েজুল হাসান বাবু।