Published : Tuesday, 29 March, 2022 at 12:00 AM, Update: 29.03.2022 12:41:41 AM
গত ২২ মার্চ, ২০২২ রোজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটরিয়ামে বসন্ত বরণ উপলক্ষে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। বসন্ত বরণ উপলক্ষে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানটি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. সুরজিত সর্ববিদ্যা ফিতা কেটে উদ্বোধন করেন এবং উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, বিভিন্ন বিভাগ যথাঃ ইংরেজি বিভাগ, সিএসই বিভাগ, ’ল’ বিভাগের চেয়ারম্যান ও বিভাগের অনুষদ সদস্যবৃন্দ, অনুষ্ঠানের কনভেনরদ্বয়, কো-অর্ডিনেটরবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রমূখ অতিথি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ৪ (চার)টি বিভাগের ছাত্র-ছাত্রীরা আকর্ষণীয় বিভিন্ন ধরনের পিঠা, কেক ইত্যাদি দ্বারা অনেকগুলো স্টল পরিচালনা করেন। পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্ভোধন শেষে উপস্থিত সকলকে পিঠা দ্বারা আপ্যায়ন করা হয়। এ পিঠা উৎসবটি ঐ দিন বিকাল ২:০০ ঘটিকা পর্যন্ত চালু ছিল।
এছাড়াও গত ২৩ মার্চ, ২০২২ তারিখ সকাল ১১ঃ০০ ঘটিকা বিশ্ববিদ্যালয়ের কালচালার ফেস্ট-২০২২ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ নুরজাহান হোটেলে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের শুরুতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটি দু’টি পর্বে বিভক্ত ছিল। তন্মধ্যে প্রথমটি ছিল ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান এবং অপরটি ছিল অতিথি শিল্পিদের দ্বারা পরিবেশিত ব্যান্ড শো। কালচারাল ফেস্ট অনুষ্ঠানটি উদ্বোধন করেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. সুরিজিত সর্ববিদ্যা।
অনুষ্ঠান সূচি অনুযায়ী ২৩ মার্চ তারিখে আয়োজিত কালচালার ফেস্ট-২০২২ উপলক্ষে সকাল ১১:০০ ঘটিকা হতে সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকা পর্যন্ত অত্যন্ত আনন্দঘন পরিবেশে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান, রম্য, নাটক, কবিতা, কোরিওগ্রাফি, মুখাভিনয়, ফ্যাশন শোসহ আরো অনেক মনোমুগ্ধকর পরিবেশনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা প্রমুখ ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সুরিজিত সর্ববিদ্যা উদ্বোধনী বক্তব্য রাখেন এবং পর্বের শেষে ৫জন বিজয়ী প্রতিযোগীর নাম ঘোষণা করেন। এছাড়াও বিশ^বিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক মুক্তিযুদ্ধের ওপর মনমুদ্ধকর নাটক পরিবেশনার জন্য সকল অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেন। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে অতিথি শিল্পী হিসেবে ব্যান্ড গান পরিবেশন করেন কয়েকজন কুমিল্লার কৃতি সন্তান। পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের কো-কনভেনর মোঃ তারিকুল আলম এবং অপর কো-কনভেনর সহকারী রেজিস্ট্রার জনাব শহিদুল ইসলাম শেখ। এছাড়াও কো-র্ডিনেটর হিসাবে ৪টি অনুষদের চার জন প্রভাষক সর্বজনাব মিসেস কিশোয়ার জেরিন, মিসেস তানিয়া আক্তার, মিসেস আসমা আক্তার এবং জনাব মাসুম বাকাউল দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে জনাব শহিদুল ইসলাম শেখ, সহকারী রেজিষ্ট্রার প্রধান অতিথি ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত কালচারাল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে দুইদিন ব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সফলভাবে সম্পাদনের জন্য কো-কনভেনর জনাব মোঃ তারিকুল আলম ভূয়ষী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো জমকালো ও সুশৃঙ্খলভাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।