ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যাত্রিকের দুই দিনব্যাপি প্রযোজনা
Published : Tuesday, 29 March, 2022 at 12:00 AM
কুমিল্লার ঐতিহ্যবাহী এব বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সবচেয়ে পুরনো সদস্য যাত্রিক নাট্যগোষ্ঠী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৯ ও ৩০ মার্চ ২০২২, মঙ্গলবার ও বুধবার ২দিন ব্যাপী নাটক মঞ্চায়নের আয়োজন করেছে। এ উপলক্ষে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক শাস্তি মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় কুমিল্লা টাউন হল অডিটরিয়ামে। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হাসান ইমাম মজুমদার, প্রণব সাহা নান্টু, বিদ্যুৎ সরকার, গোলাম হাসনাঈন নাঈম, সাহেদুল হক তপু, নজরুল ইসলাম রতন, মিতা গাঙ্গুলি, ইমরান হোসেন, প্রান্ত গাঙ্গুলি, চৈতী কর্মকার, আব্দুল কাদের প্রমুখ।
আগামীকাল ২য়দিন মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় নাটক আমি মন্ত্রী হবো। রচনা দিলীপ রায়। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। প্রণব সাহা নান্টু, নাছের মিয়াজী বাবু, গোলাম হাসনাঈন নাঈম, মোঃ শাহজাহান, নজরুল ইসলাম রতন, আরিফুর রহমান মঞ্জু, সাহেদুল হক তপু, ইমরান হোসেন, রবিউল বাশার খান, তুষার শুভ্র নন্দী, মিতা গাঙ্গুলী, চৈত্রী কর্মকার, আব্দুল কাদের প্রমুখ। নাটক দুইটির নির্দেশনা দিয়েছেন প্রণব কুমার সাহা নান্টু এবং মহড়া ব্যবস্থাপনায় রয়েছেন গোলাম হাসনাঈন নাঈম। যাত্রিক নাট্যগোষ্ঠীর সভাপতি হাসান ইমাম মজুমদার শুভানুধ্যায়ী এবং সকল নাট্যপ্রেমি দর্শকদের নাটক দেখার আমন্ত্রণ জানান।