ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডিপিএলে আবারো আম্পায়ারের বড় ভুল, শুধরে দিলেন রিয়াদ
Published : Tuesday, 29 March, 2022 at 12:24 PM
ডিপিএলে আবারো আম্পায়ারের বড় ভুল, শুধরে দিলেন রিয়াদঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে বিতর্কিত সব সিদ্ধান্ত দিয়ে বারবার আলোচনায় উঠে আসছেন আম্পায়াররা। পঞ্চম রাউন্ডের খেলায় আবারো দেখা গেছে আম্পায়ারের ভুল। পঞ্চম রাউন্ডের প্রথম দিন আবেদন ছাড়াই আউট দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এবার দ্বিতীয় দিনেও একইভাবে ভুল সিদ্ধান্ত দিয়েছেন তিনি।
সোমবার (২৮ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় আরেক জনপ্রিয় দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। টসের সিদ্ধান্ত যে ভুল ছিল না, দ্রুতই তা প্রমাণ করেন মোহামেডানের বোলাররা।

ইনিংসে মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় শেখ জামাল। এমন পরিস্থিতিতে চতুর্দশ ওভারে বল হাতে নেন শুভাগত হোম। ওভারের দ্বিতীয় বলে তাকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকান পারভেজ রসূল।

ডিপিএলের এবারের মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বলটি তালুবন্দী করলেও তিনি সীমানার একদম কাছে ছিলেন। ফলে সেটি আউট না ছক্কা এ নিয়ে সংশয় ছিল।

নন স্ট্রাইকিং প্রান্তে থাকা অন ফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অবশ্য সংশয়ের ধার ধারেননি। সঙ্গে সঙ্গেই তিনি তর্জনী উঁচিয়ে আউটের সংকেত দেন। তবে ভুল ভাঙিয়ে দেন খোদ রিয়াদ। বল তালুবন্দীর পর তিনি নিজেই জানান, তার পা ছিল সীমানার ওপারে। অর্থাৎ, পারভেজ আউট হননি। সেটি ছক্কা হয়েছে।

রিয়াদ বিষয়টি জানানোর পর মুকুল তার সিদ্ধান্ত পরিবর্তন করে ব্যাটারকে মাঠ না ছাড়ার আহ্বান জানান। পারভেজ তখন ৫ রানে অপরাজিত ছিলেন। যদিও ১৯ রানের মাথায় নাজমুল ইসলাম অপুর শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।