বিএনসিসি কুবি প্লাটুনের নবীন এবং প্রবীণ ক্যাডেটদের সংবর্ধনা
Published : Thursday, 31 March, 2022 at 12:00 AM
কুবি প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের নবীন এবং প্রবীণ ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(৩০ মার্চ) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স রোমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন ও গীতা পাঠ করা হয়। এরপর নবীন এবং প্রবীণ ক্যাডেটদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
বিএনসিসির কুবি প্লাটুনের প্লাাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ূন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। এছাড়া স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুন কমান্ডার মোসা: শামসুন্নাহার।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির বলেন, যারা শৃঙ্খলা চর্চা করে অবশ্যই তারা পরবর্তী জীবন সফল হবে। জীবনের শেষ্ঠ সময় হলো এই বিশ্ববিদ্যালয় জীবন। এই সময় আর কোনদিন আসেনি আর আসবেও না। নিজেকে তৈরির জন্য এবং দেশের সেবা করার জন্য আপনারা বিএনসিসিতে এসেছেন। আপনারা অন্য আট-দশটা শিক্ষার্থীর চেয়ে পৃথক। পড়াশোনার পাশাপাশি দেশ এবং দেশের মানুষের সেবা করার জন্য আপনারা নিজেদের বিলিয়ে দেন। দেশের ক্রান্তিকালে দেশের সেবায় আপনারা ঝাপিয়ে পড়বেন। একজন। সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবেন।