পাওনা টাকা ফেরত চাওয়ায় হামলা বুড়িচংয়ে প্রবাসীর বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
Published : Thursday, 31 March, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: পাওনা টাকা ফেরত চাওয়ায় ঘরের ওয়াল মাঝখান দিয়ে ভেঙ্গে রাস্তা নির্মাণের চেষ্টাসহ ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৮ মার্চ সোমবার ভোর সাড়ে ৫ টায় বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের (পিতাম্বর) মৃত মো. মন্তাজ মিয়ার ছেলে ইতালি প্রবাসী মো. শাহআলম আলীর বাড়িতে। খবর পেয়ে বুড়িচং থানার এস আই মেঃ মামুন হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে।
প্রবাসী শাহ আলম আলী জানান- তার ভাই জামালকে ২৬ লাখ টাকা ধার দিয়েছিল। তিনি ছুটিতে দেশে এসে জামাল হোসেনের স্ত্রী রানু বেগমের নিকট পাওনা টাকা ফেরত চায়। টাকা ফেরত না দিয়ে বাড়ির জমি নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ে। ইদানিং শাহআলম তার স্ত্রী সিফাত সাবরিনার নামে বসত ভিটির জমি দলিল করে দেয়। এতে তার ভাইয়ের স্ত্রী রানু বেগম ক্ষিপ্ত হয়ে উঠে এবং বিরোধ বাধে। এ বিরোধের জের ধরে শাহআলম আলীর পাওনা টাকা প্রদানে জামাল হোসেন ও তার স্ত্রী রানু বেগম গড়িমসি করে। শাহআলম আলী তার বাড়ির নিরাপত্তার জন্য ওয়াল নির্মাণ করতে চাইলে সে ওয়াল করতে দিবে না মর্মে বিভিন্ন হুমকি ধমকি প্রদর্শণ করে আসছে। এক পর্যায়ে শাহআলম আলী তার স্ত্রী চিকিৎসার জন্য গত ২৭ মার্চ রোববার বিকেলে কুমিল্লা ডাক্তার দেখাতে যায়। ২৮ মার্চ সোমবার ভোর ৫ টায় রানু বেগম তার সিঙ্গাপুর প্রবাসী স্বামী মো. জামাল হোসেনের হুকুমে ৭/৮ জন দুস্কৃতকারী লোক দিয়ে শাহআলম আলীর পাকা ঘরের ওয়াল মাঝখান দিয়ে ভেঙ্গে ফেলে। পরে ঘরের ভিতরে প্রবেশ করে ওয়ারড্রব থেকে ৫ হাজার ইউরো, আসবাবপত্র ভাংচুর সহ প্রায় ৮-৯ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
জামাল হোসেন এর স্ত্রী লোকজন নিয়ে শাহ আলম আলীর ঘরের ওয়াল ভাংচুর করার দৃশ্য দেখে তারা ৯৯৯ কল করে পুলিশ কে অবহিত করেন এবং স্থানীয় চেয়ারম্যান আবদুল করিমকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে বুড়িচং থানার এসআই মো. মামুন হোসেন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা খোঁজে পান। তিনি জানান, পাওনা টাকা ও বসত ভিটি নিয়ে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে বিরোধ। এ বিরোধের জের ধরে জামাল হোসেন এর স্ত্রী লোকজন দিয়ে সোমবার ভোরে শাহ আলম আলী ও তা স্ত্রীর অনুপস্থিতিতে এঘটনা ঘটায়। রাস্তা নির্মাণের জন্য পাকা ঘরের ওয়াল ঘরের মাঝ খান দিয়ে ভেঙ্গে ফেলে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।