ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ম্যাচে ফিরল বাংলাদেশ
Published : Thursday, 31 March, 2022 at 7:12 PM
ম্যাচে ফিরল বাংলাদেশদক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের প্রথম টেস্টে শুরুটা মোটেও মনমতো হয়নি বাংলাদেশের। নিয়ন্ত্রণহীন বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে একটা উইকেটও নিতে পারেনি বাংলাদেশ। তবে ৬ বলের ব্যবধানে দুই উদ্বোধনী ব্যাটারের উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
ডারবানের উইকেটে আছে ঘাসের উপস্থিতি। বোলাররাও পান বেশ সুবিধা। শেষ ৯ টেস্টে এই টেস্টে প্রথম ইনিংসে গড়ে রান উঠেছে ২৯৭। এমন মাঠে অধিনায়ক মুমিনুল হক টসে জিতে নেন বোলিংয়ের সিদ্ধান্ত।

অধিনায়ক মুমিনুল যে আশা নিয়ে সিদ্ধান্তটা নিয়েছিলেন প্রথম সেশনে বাংলাদেশের বোলাররা তা পূরণই করতে পারেননি। দ্বিতীয় সেশনের শুরুটাও ভালো হয়নি। তাতে প্রোটিয়াদের উদ্বোধনী জুটিতে রান উঠেছে ১১৩।

এরপরই জোড়া আঘাত করে বাংলাদেশ। দারুণ সেট আপ করে ডিন এলগারকে ফেরান পেসার খালেদ আহমেদ। তার হঠাৎ লাফিয়ে ওঠা বলে হকচকিয়ে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন দক্ষিণ আফ্রিকান এই ওপেনার। ১০১ বলে ৬৭ রানের ইনিংস খেলে সাজ ঘরে ফেরেন তিনি।

পরের ওভারের প্রথম বলে মেহেদি হাসান মিরাজের করা অফ স্টাম্পের অনেক বাইরের বলে তাড়া করতে গিয়েছিলেন সারেল আরভিয়া। তবে ব্যাটে বলে হয়নি ঠিকঠাক। ভেতরের কোণায় লেগে বলটা গিয়ে আঘাত হানে স্টাম্পে। ৬ বলের ব্যবধানে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ফিরে আসে লড়াইয়ে।