কুমিল্লা নগরীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় ‘বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে এক কর্মচারী প্রাণ হারিয়েছেন।
শুক্রবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের পেছনের গলিতে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার এসআই আলমগীর হোসেন জানান।
নিহত শাহিন সরকার (৪০) জেলার দেবিদ্বার উপজেলার আবদুর রাজ্জাক সরকারের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নগরীর শাসনগাছা কার্যালয়ের আওতাধীন জজ কোর্ট বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে লাইনম্যান হিসেবে কাজ করতেন।
শাসনগাছা বিদ্যুৎ কার্যালয়ের লাইনম্যান হারুন অর রশীদ বলেন, শাহিন সরকার কুমিল্লা সিটি করপোরেশনের পেছনের গলিতে একটি বিদ্যুৎলাইন মেরামতের কাজ করছিলেন। ওই লাইনের পাশাপাশি ১১ হাজার ভোল্টের আরও দুটি লাইন সেখানে ছিল।
“এক পর্যায়ে শাহিন বিদ্যুৎ সঞ্চালিত অপর একটি লাইনে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর কাদের মনি বলেন, “ঘটনার সময় আমি পাশেই বসে ছিলাম। চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটতে দেখেছি। খুঁটি থেকে পড়ে ঘটনাস্থলেই ওই বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। লাইন মেরামত করার সময় বিদ্যুৎ বিভাগের আরও সতর্ক হওয়া উচিত।”
এসআই আলমগীর হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। এছাড়া কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।”