ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা
Published : Sunday, 3 April, 2022 at 8:01 PM
বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকানির্লজ্জ আম্পায়ারিংয়ের প্রদর্শনীর একরুম পসরা সাজিয়ে বসেছেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দুই অন ফিল্ড আম্পায়ার। তাদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের পাশাপাশি টাইগার ফিল্ডারদের ভুলে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা।
বিনা উইকেটে ৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা নতুন দিনের প্রথম সেশনে উইকেট হারায় একটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির সংগ্রহ ৭ উইকেটে ১৮৩ রান। লিড ২৫২ রান।

দিনের শুরুতে ৫১ বলে ৮ রান করা সারেল আরউইকে সাজঘরে ফেরান এবাদত হোসেন চৌধুরী। দলীয় ৪৮ রানে তাকে শিকার করার আগে বল করতে হয়েছে ১৮.৩ ওভার। এরপর আম্পায়ারের ভুল কিংবা ফিল্ডারদের ভুল বারবার হতাশা ফুটিয়েছে বাংলাদেশের মুখে।

৩৪ রানে নাজমুল হোসেন শান্ত ও ৪৩ রানে ইয়াসির আলী চৌধুরীর হাতে দুই দফা জীবন পাওয়া স্বাগতিক অধিনায়ক ডিন এলগার পূর্ণ করেছেন ক্যারিয়ারের ২০তম শতক। তবে দ্বিতীয় সেশনে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তুলে নেয় চারটি উইকেট। 

সাজঘরে ফেরার আগে ডিন এলগার ৬৪, কিগান পিটারসেন ৩৬, টেম্বা বাভুমা ৪ ও কাইল ভেরাইন ৬ রান করেন। তৃতীয় সেশনে ১১ রান করে আউট হয়েছেন উইয়ান মাল্ডার। টাইগারদের হয়ে মেহেদী মিরাজ তিনটি, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট শিকার করেছেন।