ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চিরাগের অলরাউন্ড নৈপুণ্যে মাশরাফিদের জয়
Published : Thursday, 7 April, 2022 at 12:00 AM
চিরাগ জানির অলরাউন্ড নৈপুণ্যে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে ২ উইকেটে হারাল লিজেন্ডস অব রূপগঞ্জ। তাতে ৪ উইকেট অর্জনের দিনে শেষ হাসি হাসলেন মাশরাফি মুর্তজা। প্রতিপক্ষকে ১৯৮ রানে অলআউট করার পর রূপগঞ্জ ৪৯.৩ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান করে। চিরাগ ব্যাটে-বলে দারুণ ভূমিকা রাখলেও অবশ্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মাশরাফি।
লক্ষ্য নাগালের মধ্যে থাকলেও ১৫ রানের মধ্যে ইরফান শুক্কুর (০) ও সাব্বির হোসেনকে (৩) হারায় রূপগঞ্জ। এই ধাক্কা তারা কাটিয়ে ওঠে চিরাগের ব্যাটে। নাঈম ইসলামের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন এই ভারতীয় ব্যাটসম্যান। টানা তৃতীয় ম্যাচে পঞ্চাশ ছাড়িয়ে যান চিরাগ। দুর্দান্ত ফর্মে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান ৭৮ বলে ৭ চার ও ২ ছয়ে ৭২ রান করে সালমান হোসেন ইমনের শিকার হন।
২ উইকেটে ১০৫ রান করা রূপগঞ্জের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১১১ রান। চিরাগের পর দ্রুত ফিরে যান নাঈম (২৪) ও সাব্বির রহমান (২)।
রকিবুল হাসান নয়নকে সঙ্গে করে এই ধাক্কা সামাল দেন তানবীর হায়দার। রকিবুলের (১৪) আউটে ৪৫ রানের এই জুটি ভাঙার পর মাশরাফি মুর্তজা (১২) জয় থেকে ২১ রান দূরে থাকতে আউট হন।
৪৮তম ওভারে ইলিয়াসকে কাউ কর্নার দিয়ে ছয় মারার দুই বল পর শর্ট থার্ড ম্যানে উপুল থারাঙ্গার ক্যাচ হন আসিফ হাসান। তাতে ম্যাচে সামান্য উত্তেজনা ফিরেছিল। কিন্তু পরের ওভারে দুটি সিঙ্গেল নিয়ে ৬০ বলে হাফ সেঞ্চুরি করে জয়ের আশা আরো উজ্জ্বল করেন তানবীর।
শেষ ওভারে দরকার ছিল ৩ রান, হাতে ২ উইকেট। লক্ষ্য অর্জনে আর তিন বল খেলে রূপগঞ্জ। জয়সূচক রানটি আসে নাবিল সামাদের ব্যাটে। তানবীর ৫১ রানে অপরাজিত ছিলেন। খেলাঘরের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন সালমান এবং দুটি পান মাসুম খান।
এর আগে বল হাতে ৪ উইকেট নিয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে একাই ধসিয়ে দিয়েছেন পেসার মাশরাফি। ৮ ওভারে ১ মেডেনসহ ৩৮ রানে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫তম চার উইকেট পান ডানহাতি বোলার৷
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ১৯৮ রানে গুটিয়ে যায় খেলাঘর। মাশরাফি বাদে বল হাতে আলো ছড়িয়েছেন আরেক পেসার চিরাগ। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি৷ এছাড়া নাঈম ইসলাম, নাবিল সামাদ ও আল আমিনের পকেটে গেছে একটি করে উইকেট।
এবারের লিগে এটাই মাশরাফির সেরা বোলিং। এর আগে আবাহনীর বিপক্ষে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন রূপগঞ্জের এ পেসার। ৬ ম্যাচে সব মিলিয়ে ১২ উইকেট পেয়েছেন মাশরাফি।
টানা চার জয়ে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম রাউন্ড শেষে চতুর্থ স্থানেই আছে রূপগঞ্জ, তবে তাদের পয়েন্ট আবাহনীর সমান।