ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার আপিল প্রত্যাহার
Published : Thursday, 7 April, 2022 at 12:00 AM
ফুটবলের
বিশ্ব সংস্থা ফিফা, পোলিশ, সুইডিশ ও চেক প্রজাতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশনের
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল প্রত্যাহার করেছে ফুটবল ইউনিয়ন অব রাশিয়া,
মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।
ইউক্রেনে
রুশ হামলার কারণে ফিফা ও ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা রাশিয়ার
জাতীয় ও ক্লাবসহ সব ধরনের ফুটবল দলকে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করে।
গত ২৪ মার্চ বিশ্বকাপ
কোয়ালিফাইং প্লে অফে রাশিয়ার পোল্যান্ডকে স্বাগত জানানোর কথা ছিল। কিন্তু
পোল্যান্ড ওই ম্যাচ খেলবে না ঘোষণা দেয়। ফিফাও সম্মতি দিয়েছিল তাতে। ওই
ম্যাচ জয়ী দলের মুখোমুখি হওয়ার কথা ছিল সুইডেন কিংবা চেক প্রজাতন্ত্রের।
তারাও রাশিয়ার সঙ্গে খেলতে চায় না বলে জানায়।
সিএএস বলেছে, এই
নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া যে আপিল করেছিল সেটা তারা প্রত্যাহার করে
নিয়েছে। একই সঙ্গে ক্রীড়া আদালত রাশিয়ান দলগুলোকে ইউরোপিয়ান প্রতিযোগিতায়
অংশগ্রহণে উয়েফার নিষেধাজ্ঞা বহাল রেখেছে।