চলতি
দক্ষিণ আফ্রিকা সফরের ডারবান টেস্টে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে
২২০ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচের প্রথম চারদিন সমানে সমান
লড়েছে মুমিনুল হকের দল। কিন্তু শেষ দিন ৫৫ মিনিটে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৩
রানেই গুটিয়ে যায় তারা।
এই ম্যাচের বিশ্লেষণে সবার আগে উঠে আসে টসের
সিদ্ধান্ত। যেখানে কয়েনভাগ্য নিজেদের পক্ষে পাওয়ার পর আগে ফিল্ডিং করার
সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। অথচ দলের দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল
ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছিলেন আগে ব্যাটিং নেওয়ার
কথা।
বাংলাদেশের টসের সিদ্ধান্তে অবাক হয়েছিল খোদ দক্ষিণ আফ্রিকা দলও।
কিন্তু কয়েকজন সিনিয়র ক্রিকেটারের আপত্তির কারণে আগে বোলিংয়ের সিদ্ধান্ত
নেওয়া হয়েছেই বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান
পাপন। যা তার কাছে ভালো লাগেনি।
শুধু তাই নয়, যেকোনো ব্যর্থতার পর হেড
কোচ রাসেল ডোমিঙ্গোর কাঁধে সব দায়ভার চাপিয়ে দেওয়ারও ঘোর বিরোধী বিসিবি
সভাপতি। তার অভিযোগ বরং কয়েকজন ক্রিকেটারের দিকে, যারা কোচের কোনো কথাই
শোনেন না। বাংলাদেশ দল দেশে ফিরলে সব সমস্যা সমাধানের কথা বলেছেন বিসিবি
সভাপতি।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘আমার মনে হয় যেকোনো
খারাপ পারফরম্যান্সের পর আমরা শুধু শুধু ডোমিঙ্গোকে বলির পাঠা বানানোর
চেষ্টা করি। সব ক্রিকেটাররা কি তার কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা
কি সত্যিই শোনে তারা (কোচরা) কী বলতে চায়?’
তিনি আরও যোগ করেন, ‘যেসব
ক্রিকেটাররা ডোমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে
পারি, যদি ১৫ জন ক্রিকেটারকে ডাকি, অন্তত ১১ জন বলবে ডোমিঙ্গো দুর্দান্ত
কোচ। দুই-তিনজন হয়তো আছে, যারা ভিন্ন কথা বলবে এবং কোচের কথা শোনে না।’
সবার
সঙ্গে বসে এ বিষয় সুরাহা করার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘যারা কোচের
কথা শোনে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভ কী? আমাকে তাদের কথা শুনতে হবে যারা
কোচের সঙ্গে কাজ করছে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে
সবকিছু সমাধান করবো।’