ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন সভায় সিদ্ধান্তমহাসড়কে কোন চাঁদাবাজী করতে দেয়া হবে না
Published : Thursday, 7 April, 2022 at 12:00 AM
মো. মিজানুর রহমান ||
মহাসড়কে কোন যানবাহন থেকে চাঁদাবাজী করতে দেয়া হবে না বলে বলেছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি আজ বুধবার (৬ এপ্রিল) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের উদ্যোগে পুলিশ অফিস সম্মেলন কেন্দ্রে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেছেন।
সভায় তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, ফেনী-নোয়াখালীসহ বিভিন্ন জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের ৭৮৯ কিলোমিটার সড়কে কোন যানবাহন থেকে পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে কোন প্রকার চাঁদাবাজী করতে দেয়া হবে না। চাঁদাবাজীর অভিযোগ পাওয়া মাত্র জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সভায় উল্লেখ করেছেন। মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন শুধুমাত্র টার্মিনাল থেকে চাঁদা উত্তোলন করতে পারবেন বলে তিনি জানান। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ আরো জানান, মহাসড়কে চাঁদাবাজী বন্ধ ও সড়কে যান চলাছল  স্বাভাবিক রাখতে ৩৪ টি পেট্রোলটিম ও ২ টি গোয়েন্দা টিম কাজ করবে রমজান মাসব্যাপী। কোন গাড়ী সড়ক দখল করে পার্কিং করলে ও অকেজো হলে সে গাড়ী সরাতে ১১ টি রেকার সার্বক্ষনিকভাবে মোতায়েন করা হয়েছে। সভায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ, সার্কেল এএসপি ইমরুল হাসান ও ২১ টি থানা/ফাঁড়ির ওসি এবং আইসিগণ উপস্থিত ছিলেন।