ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় প্রোগ্রামিং ইন স্কুল কার্যক্রম শুরু
Published : Thursday, 7 April, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় ‘প্রোগ্রামিং ইন স্কুল’ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকালে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি লার্নিং সেন্টারে ওই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কুমিল্লা জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনায় এবং চান্দিনা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ‘প্রোগ্রামিং ইন স্কুল’ কার্যক্রমটির দ্বিতীয় আবর্তন শুরু হলো। কার্যক্রমটির উদ্বোধন করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, সহকারী প্রোগ্রামার বেনবেইস মো. সালাউদ্দিন আহমেদ, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান, দিপালী রানী সরকার, কম্পিউটার অপারেটর মো. জহিরুল ইসলাম।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ৩০ শে মার্চ চান্দিনার ১ম প্রোগ্রামিং ইন স্কুল হিসেবে কেরনখাল স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে চালু করা এছাড়াও ওইদিন উপজেলার কম্পিউটার ল্যাবে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০ জন অংশগ্রহণকারী নিয়ে রোবটিক্স ও প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। কম্পিউটার ল্যাব আছে চান্দিনার এমন সকল প্রতিষ্ঠানেই প্রোগ্রামিং ইন স্কুল চালু করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।