ভ্যালেন্সিয়ার ম্যাচের আগে দাপুটে জয় আবাহনীর
Published : Friday, 8 April, 2022 at 12:00 AM
এএফসি
কাপে মালদ্বীপের ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগামী ১২ এপ্রিল মুখোমুখি হবে
আবাহনী লিমিটেড। তার আগে প্রিমিয়ার লিগে দাপুটে এক জয় পেয়েছে আকাশি-নীল
জার্সিধারিরা। কলিনদ্রেসের জোড়া গোলে আবাহনী ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে উত্তর
বারিধারাকে।
সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে ছিল
আবাহনীর দাপট। ম্যাচ ঘড়ির প্রথম মিনিটেই এগিয়ে যায় ছয়বারের চ্যাম্পিয়নরা।
সুশান্ত্র ত্রিপুরার ক্রসে দানিয়েল কলিনদ্রেস হেডে গোল করে দলকে এগিয়ে নেন।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণও হয় তাদের। ৪ মিনিটের সময় পোস্ট ছেড়ে বেরিয়ে
এসে বিপদমুক্ত করতে পারেননি সাইফুল ইসলাম। নাবীব নেওয়াজ জীবন বল পেয়ে
নিঁখুত কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন।
১৪ মিনিটে ব্যবধান কমিয়ে
ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় উত্তর বারিধারা। মোস্তফার কাটব্যাকে স্কোরলাইন ২-১
করেন পাপন সিংহ। তাতে লাভ হয়নি। ম্যাচে আবারও নিয়ন্ত্রণ নিতে থাকে
ঐতিহ্যবাহীরা।
তার পর আরও তিন গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকেই ছিটকে
দেয় মারিও লেমসের দল। ২৪ মিনিটে জুয়েল রানা বক্সের ভেতরে বল পেয়ে জাল
কাঁপান। ৩৫ মিনিটে ইমন মাহমুদের ক্রসে কলিনদ্রেস দারুণ হেডে বল জড়িয়ে দেন
জালে।
দ্বিতীয়ার্ধে আশীর্বাদ হয়ে আসে পঞ্চম গোল। ৬১ মিনিটে কলিনদ্রেসকে
বাজেভাবে ট্যাকল করেন এক ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বেজে ওঠে।
রাফায়েল অগাস্তো গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপালে স্কোর লাইন হয়
৫-১।
৬৮ মিনিটে বারিধারার আরিফ হোসেন গোল করলেও তা শুধুই সান্ত্বনা হয়ে থাকে। ৫-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
আবাহনী
১১ ম্যাচে ষষ্ঠ জয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে
উত্তর বারিধারা আগের ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে।