চার-ছক্কার বৃষ্টিতে কামিন্স নিজেই অবাক!
Published : Friday, 8 April, 2022 at 12:00 AM
ব্যাটিং
তিনি মন্দ করেন না। কিন্তু আসল কাজ তো তার বোলিং। সেই জায়গায় ২ উইকেট
পেলেন প্যাট কামিন্স, কিন্তু ৪ ওভারে খরচ করলেন ৪৯ রান। এবারের আইপিএলের
প্রথম ম্যাচ খেলতে নেমে রান খরচটা একটু বেশি হয়ে যাওয়াতেই কিনা ব্যাট হাতে
তাণ্ডব চালিয়ে পুষিয়ে দিলেন! মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আক্ষরিক অর্থেই
ব্যাটিংয়ে টর্নেডোতে চালিয়েছেন। মাত্র ১৪ বলে ফিফটি করে অস্ট্রেলিয়ান
হিসেবে আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন কলকাতা নাইট রাইডার্সের
এই পেসার।
চার-ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন কামিন্স। কলকাতা নাইট রাইডার্সের
৫ উইকেটে জয়ের পথে মেরেছেন ৪ বাউন্ডারি ও ৬ ছক্কা। মাত্র ১৫ বলে হার না
মানা ৫৬ রানের ইনিংসে বাউন্ডারি থেকেই এসেছে ৫২ রান! টর্নেডো ইনিংস খেলে
কামিন্স নিজেই রীতিমতো অবাক। সবচেয়ে বেশি মেরেছেন জসপ্রিত বুমরাকে। বিশ্বের
অন্যতম কঠিন বোলারকে তুলোধুনো করার রহস্য উন্মোচনে অস্ট্রেলিয়ার টেস্ট
অধিনায়ক জানালেন, তার লক্ষ্যই ছিল সর্বোচ্চটা দিয়ে যত জোরে সম্ভবত বলে
আঘাত করা।
মুম্বাইয়ের ১৬১ রানের জবাবে খেলতে নেমে কিছুক্ষণ আগেই কলকাতার
‘আসল’ অস্ত্র আন্দ্রে রাসেল আউট হয়ে যান। তখনও জিততে ৪১ বলে ৬১ রান দরকার
কলকাতার। ওই সময় মাঠে নেমে ২৪ বল আগেই জয় নিশ্চিত করেন কামিন্স। অবিশ্বাস্য
ওই ইনিংস নিয়ে এই অস্ট্রেলিয়ান বলেছেন, ‘আমার মনে হয় ইনিংসটা নিয়ে সবচেয়ে
অবাক হয়েছি আমি। ভালো লাগছে যে কাজটা হয়েছে। আমার মনে হয়েছিল, জায়গামতো
পড়লে সুবিধা আদায় করে নেবো। এর থেকে বেশি কিছু ভাবার চেষ্টা করিনি। এই
মৌসুমে আমার প্রথম ম্যাচেই এমন প্রাপ্তিতে খুবই সন্তুষ্ট।’
বুমরা, কুড়ি
ওভারের ফরম্যাটে যার বল খেলতে ঘাম ঝরাতে হয় বিশ্বের নামিদামি ব্যাটারদের।
সেখানে কামিন্স তাকে পাড়ার বোলারে নামিয়ে আনলেন! মুম্বাই পেসারের এক ওভারেই
চার ছক্কা মেরেছেন কামিন্স। বুমরার বিপক্ষে সাফল্যের রহস্য উন্মোচন করেছেন
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক, ‘তার (বুমরা) বিপক্ষে দাঁড়ানোর আগেই আমি
পরিষ্কার ছিলাম, তার মুখোমুখি হলেই যতটা জোরে সম্ভব বলে আঘাত করবো। আমার
সৌভাগ্য, আমি পেরেছি।’