ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ের হরিশ্চর চৌরাস্তা পুনঃ নির্ধারিত স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে স্মারকলিপি
Published : Friday, 8 April, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় পুনঃ নির্ধারিত স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় জনগণ স্মারকলিপি তুলে দেন সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমার নিকট। গত ৬ এপ্রিল বুধবার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালায়ে উপস্থিত হয়ে তারা স্মারকলিপি প্রদান করেন।
জানা যায়, জনবহুল হরিশ্চর চৌরাস্তায় প্রতিদিন হাজার হাজার যানবাহন ও জনসাধারণের যাতায়াত, হরিশ্চর স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী সহ স্থানীয় কিন্ডারগার্ডেন স্কুল, মাদ্রাসা, মসজিদের পথচারীদের কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পাড় হতে দূর্ঘনার আশংকা থাকে। যার ফলশ্রুতিতে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে চৌরাস্তায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
কিন্তু ইতিমধ্যে একটি স্বার্থান্বেষী মহল বাঁধা দিচ্ছে মূল চৌরাস্তা থেকে দক্ষিণ দিকে নির্মাণের কথা বলে কালবিলম্ব ঘটাচ্ছে। এমতাবস্থায় অত্র? এলাকার জনসাধারণসহ ১ হাজার অধিক স্কুল,কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এলাকার জনসাধারণের পক্ষে সরকারের পুনঃ নির্ধারিত স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।
এসময় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ কবির হোসেন ভূঁইয়া, অভিভাবক ও সংবাদ কর্মী বাংলাদেশ প্রতিদিন ও কুমিল্লার কাগজ প্রতিনিধি প্রদীপ মজুমদার, অভিভাবক ও যুগযুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মহিন উদ্দিন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি আবুল কালাম মজুমদার, রূপসী বাংলা প্রতিনিধি জয়নাল আবেদীন, ভোরের কলাম প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।