ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ময়লা আবর্জনা ফেলে খাল ভরাট পরিদর্শনে ইউএনও
Published : Friday, 8 April, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং সদরের আরাগ রাস্তার মাথায় অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলে ভরাট হয়ে যাওয়া খালের বিভিন্ন দিক গত ৬ এপ্রিল দুুপুরে পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। তিনি এসময় বুড়িচং পশ্চিম বাজারের খালের বিভিন্ন দিক এবং আরাগ যাওয়ার রাস্তা পরিদর্শন করেন।
পাশাপাশি ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির পশ্চিম দিক দিয়ে কলেজ গেইটে যাওয়ার বাইপাস সড়কের উন্নয়নের ব্যাপারে কথা বলেন। অচিরেই বুড়িচং বাজারের স্থায়ী একটি ময়লা ফেলার স্থান নির্ধারণ করা যায় কি না সে ব্যাপারেও কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মো. আবু তাহের, মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী ও জেলা পরিষদের সম্ভাব্য সদস্য প্রার্থী মো. মাহাবুবুর রহমান ওয়ালটন,সহকারি অধ্যাপক মো. গিয়াস উদ্দীন, সদর ভূমি সহকারি মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় সাংবাদিকগণ।