ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তাকওয়া শিক্ষা দেয় রামাদ্বান
Published : Saturday, 9 April, 2022 at 12:00 AM, Update: 09.04.2022 12:50:12 AM
তাকওয়া শিক্ষা দেয় রামাদ্বান হাফেজ মাও: মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী ||
এগারটি মাস পার হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে রামাদ্বান। দীর্ঘ দু-দুটি বছর কোভিড-১৯ এর কারণে আমরা ২০ রাকাত তারাবীহসহ অন্যান্য ইবাদত মনের মত করে আদায় করতে পারিনি। বিশেষ করে রামাদ্বান মাসে মুসলমানদের ইবাদত ও সিয়াম সাধানার প্রতি যে বিশেষ আগ্রহ তার ব্যাঘাত হয়েছে। আলহামদু লিল্লাহ এই বছর মহান আল্লাহর দয়ায় কোভিড-১৯ এর পাদুর্ভাব প্রায় শূন্যের কোঠায় থাকায় আমরা ১০০% আমাদের রামাদ্বানের সিয়াম সাধনা ও এর প্রস্তুতি নিয়েই শুরু করেছি সেই কাক্সিক্ষত ইবাদত। প্রতিটি মসজিদ কানায় কানায় পূর্ণ মুসল্লিদের সমাগমে। কিন্তু রামাদ্বানের যেই শিক্ষা তথা ‘তাকওয়া’ কতটুকু অর্জন করতে পেরেছি আমরা ? এই মাসের তো বিশেষ বৈশিষ্ট এটাই যে মানুষ মুত্তাকী হবে অর্থাৎ তাকওয়া অর্জন করবে। তাকওয়া অর্থ কি ? এক কথায় ভয়। কিসের ভয় ? মহান আল্লাহর ভয় অন্তরে ধারণ করার নামই ‘তাকওয়া’। আবার এই ভয়টিই মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করে। দেখুন, আমরা দুনিয়াতেও ভয়ের কারণেই অনেক কিছু থেকে বিরত থাকি। যেমন ধন দৌলত নষ্ট বা হারানোর ভয়ে আমরা সম্পদের অপচয় থেকে এর যত্রতত্র ব্যবহার থেকে বিরত থেকে সঞ্চয়ী হই। আবার মান সম্মান হারানোর ভয়ে আমরা কথাবার্তা ও চলাফেরা খুবই সতর্কতার সহিত মেপে ঝেপে বলি ও চলি। ঠিক আমার ভিতর যখন মহান আল্লাহর ভয় কাজ করবে তখন আমারও প্রত্যেকটি কথা, কাজ, চলা, ফেরা ইত্যাদির ক্ষেত্রে আমরা হব সর্বোচ্চ সতর্ক। প্রতিটা ব্যাপারে আমার অন্তর এই চিন্তায়ই বিভোর থাকবে যে, আমি যা করছি তার হিসাব আমাকে দিতে হবে মহান আল্লাহর দরবারে। যিনি প্রকাশ্য ও গোপন সবকিছুই দেখছেন। আর চিন্তা থাকবে যে যা বলছি এবং করছি মহান রব তার উপর সন্তুষ্ট না অসুন্তুষ্ট ? যদি অসন্তুষ্টমূলক কোন কাজ হয়ে থাকে তাহলে তা পরিত্যাগ করা শুধু মাত্র আল্লাহর ভয়ে। এটার নামই তাকওয়া। আমরা যদি এই তাকওয়া গুণ সর্বদা অন্তরে ধারণ করতে পারি তাহলে থাকবেনা সমাজে আর কোন অহংকার, হানাহানি, পরের জমি দখল, সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো, পরের মান সম্মানে আঘাত, হিংসা, লোভ ইত্যাদি। কেননা এগুলোর মধ্যে তো মহান আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। একজন তাকওয়াবান লোক কখনও তা করতে পারেনা একমাত্র আল্লাহর ভয় যা তাকওয়ার পরিচয়।
তাকওয়ার আরেকটি জ্বলন্ত উদাহরণ ‘ইফতারি’। একটু চিন্তা করুন একজন রোজাদার তাঁর সামনে সারাদিন খাওয়া দাওয়া করার সুযোগ থাকার পরও করছেননা, কেন ? তাকওয়ার কারণে বিশেষ করে ইফতারির সময় বাহারী ইফতার সামনে থাকার পরও এক মিনিট এমনকি এক সেকেন্ড আগেও মুখে নিচ্ছেনা, কেন ? উত্তর একটাই মহান আল্লাহর অসন্তুষ্টির ভয়ে। এই ভয়টি যদি আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধরে রাখতে পারি তাহলে আমিও হতে পারি ‘মুত্তাকী’। রামাদ্বানের উদ্দেশ্যও তাই। মহান আল্লাহ তাঁর কিতাব কুরআনুল কারিমে ঘোষণা করেন- ‘হে ইমানদারগণ রামাদ্বান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা মুত্তাকী হতে পার।’ মহান আল্লাহ সর্বপ্রথম আমি গুনাহগারকে এবং সবাইকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সেই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য রামাদ্বানের আগমন।
লেখক: ইমাম ও খতিব, কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ কুমিল্লা
মোবাইল: ০১৭১৮-৫২৭২৭২