ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নারীকে মারধরের অভিযোগে এসআই প্রত্যাহার
Published : Monday, 18 April, 2022 at 6:54 PM, Update: 19.04.2022 1:41:20 PM
নারীকে মারধরের অভিযোগে এসআই প্রত্যাহারগ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে আসামির স্ত্রীকে মারধর, টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুঠের অভিযোগে সীতাকুণ্ড থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া ওই এসআইয়ের নাম মাহবুব মোরশেদ। সোমবার তাকে প্রত্যাহার করা হয়।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুলক করিম বলেন, ‘পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে অপেশাদার আচরণ করেন এসআই মাহবুব মোরশেদ। প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হওয়া তাকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জানা যায়, গত শনিবার দুপুরে এক আসামিকে গ্রেফতার করতে যায় এসআই মাহবুব মোরশেদ, তার সোর্স নুরুজ্জামান ও সাদা পোশাকে থাকা দুই পুলিশ সদস্য। এ সময় এসআই মাহবুব মোরশেদ ঘরে ঢুকে ওই নারীর স্বামীকে না পেয়ে আলমারির চাবি দিতে বলেন।
কিন্তু চাবি দিতে না চাইলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে দুটি লাথি দেন এসআই। পরে আলমারিতে থাকা টাকা, স্বর্ণালংকার ও ঘরে থাকা দুটি মোবাইল ফোন সেট নিয়ে যান ওই পুলিশ কর্মকর্তা। এ সময় বাধা দিলে ছোট ছেলেকে মারধর করা হয়।