ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শ্রীলঙ্কার নাগরিক হত্যায় পাকিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
Published : Tuesday, 19 April, 2022 at 12:25 PM, Update: 19.04.2022 1:39:58 PM
শ্রীলঙ্কার নাগরিক হত্যায় পাকিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবনপাকিস্তানে ধর্মানুভুতিতে আঘাতের অভিযোগে শ্রীলঙ্কার এক নাগরিককে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এছাড়া নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে শিয়ালকোট শহরের এক কারখানার ম্যানেজার ৪৮ বছর বয়সী প্রিয়ান্থা দিয়াওয়াদনাকে নির্মমভাবে পিটিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনাকে ‘লজ্জার দিন’ হিসাবে বর্ণনা করেছিলেন।

ঘটনার শুরু ছিল গুজব থেকে। গুজব উঠেছিল যে দিয়াওয়াদনা পবিত্র কোরআনের বাণী লেখা থাকা একটি পোস্টার নামিয়ে ফেলেছেন। এই অভিযোগ ওঠার পর ওইদিন সকালের মধ্যে মানুষজন ওই কারখানার মূল ফটকে ভিড় করতে শুরু করে। এরপর বিকেল উন্মত্ত জনতা কারখানায় ঢুকে দিয়াওয়াদনাকে জিম্মায় নেয়।
সূত্র: বিবিসি