Published : Tuesday, 19 April, 2022 at 12:58 PM, Update: 19.04.2022 1:40:30 PM
জেরুজালেমে সহিংসতা বন্ধে এ সপ্তাহে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
চীন, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, আমিরাত এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে জাতিসংঘ এই রুদ্ধদ্বার বৈঠকের অনুরোধ করে। খবর আনাদোলুর।
এপ্রিলের শুরু থেকেই জেরুজালেমে ইসরাইলের অভিযান ঘিরে উত্তেজনা দেখা দেয়।
গত শুক্রবার পবিত্র আল-আকসায় ঢুকে ইসরাইলি বাহিনী এবং কট্টরপন্থি ইহুদিরা মুসল্লিদের ওপর হামলা চালায়। এতে দুই শতাধিক ফিলিস্তিনি আহত হন।
এ সময় আল-আকসা থেকে প্রার্থনারত দেড় শতাধিক মুসল্লিকে আটক করে নিয়ে যায় ইসরাইলি পুলিশ।
এ ঘটনায় গোটা ফিলিস্তিনজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন করে যাতে আবার ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ না বাধে এ জন্য জাতিসংঘে এ বৈঠকের আয়োজন করা হচ্ছে।
ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষ্যে এক সপ্তাহ ধরে জেরুজালেমের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা প্রতি দিনই আল-আকসায় যাচ্ছে।
মূলত তাদের জায়গা করে দেওয়ার জন্য ইসরাইলি পুলিশ রমজান মাসে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে।