নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টার দিকে নিউ মার্কেটে ঢাকা কলেজ তিন শিক্ষার্থীর কাপড় কিনতে গেলে দোকানের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সেই ঘটনার জেরে আজ মঙ্গলবারও সকাল থেকে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ শুরু হয়।
ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলেন, ‘পুলিশ ধৈর্যের সঙ্গে ঘটনা মোকাবিলা করছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এটা এমন কোনও ঘটনা নয় যে— পুলিশ গুলি করে তাদের সরিয়ে দেবে। ঘটনাটি অনেক জটিল, এত সহজ ঘটনা না এটি। আশেপাশে অনেকগুলো মার্কেট রয়েছে। তাই সাবধানতার সঙ্গে ঘটনা মোকাবিলা করা হচ্ছে।’