ড. মোশাররফের প্রতিকৃতি ও নামফলক ভাংচুরের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন
Published : Wednesday, 20 April, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। কুমিল্লার দাউদকান্দি পৌর ভবনে স্থাপিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের প্রতিকৃতি ও নামফলক ভাংচুরের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভাংচুরের প্রতিবাদে মঙ্গবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা উত্তজেলা ছাত্রদলী নেতৃবৃন্দ। এর আগে দুপুরে কুমিল্লা শহরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধনের আয়োজন করে নাগরিক মঞ্চ. কুমিল্লা।
প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে দাউদকান্দি পৌর ভবনে স্থাপিত ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতিকৃতি, ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী নামফলক দুর্বৃত্তরা শাবল দিয়ে ভেঙে ফেলে। মুহূর্তে এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল। বিকাল ৪ টায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো: আসিফ কবিরের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, সদস্য নাজমুল, মাঈন উদ্দিন সরকার, সিরাজুল ইসলাম, মো: রবিউল সিকদার, কাওসার মোল্লা ও আবদুল্লাহ আল রয়েলসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ মিছিলে বক্তারা ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতিকৃতি, ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী নামফলক ঘটনাকে বর্বরোচিত ও ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি জানান।
এর আগে দুপুরে কুমিল্লা শহরের পূবালী চত্ত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নাগরিক মঞ্চ. কুমিল্লা। এসময় মানববন্ধনে উপস্থিত এডভোকেট নাজমুস সা’দাতসহ নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।