ব্রাহ্মণপাড়ায় পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা
Published : Sunday, 24 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চলছে পাকা ধান কাটার কার্যক্রম। এরইমধ্যে অনেক কৃষকের গোলাতেও বোরো ধান উঠতে শুরু করেছে। উপজেলার বিভিন্ন পরান্তর ঘুরে দেখা গেছে, গ্রামীণ জনপদের বেশিরভাগ জায়গাতেই কৃষক-কৃষাণীরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পাকা ধান কর্তন, মাড়াই, ঝাড়াই, সিদ্ধ ও গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড়-কুটো শুকাতে ব্যস্ত সময় পাড় করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই হারভেস্টারসহ বিভিন্ন মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছেন কৃষকরা।
কৃষকরা বলছেন, গত বছর ধানের ফলন ভালো হয়েছিলো, আর এবছরও ফলন ভালো হলেও বৃষ্টিপাত কম হওয়ার কারণে ধানে চিটা রয়েছে। আর শেষ সময়ে এসে বৈশাখী তান্ডবে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। এলাকার নিচু অংশের অনেক জমিতে গত ক'দিনের বৃষ্টির পানি জমে ধান কাটায় ব্যাঘাত সৃষ্টি করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার সিদলাই, চান্দলা, দুলালপুর, সাহেবাবাদ, মহালক্ষীপাড়া, গোপালনগরসহ বিভিন্ন এলাকায় বোরোধান বেশি আবাদ হয়েছে। এবং ফলনও ভালো হয়েছে।
কৃষকরা মনে করছেন সামনের দিকে আবহাওয়া অনুকূলে থাকলে বোরোধান কাটা, মাড়াই ও শুকানোর ব্যাপারে চাষিরা সন্তুষ্ট থাকবে।