কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার নির্দেশে অন্যান্য বছরের নেয় এবারও ২১ নং ওয়ার্ডের আশ্রাফপুর, শাকতলা,জাঙ্গালিয়া, রামনগর,হালুয়াপাড়া ও নোয়াগাঁও মোট ছয়টি গ্রামের ১৮টি ব্লকের মাধ্যমে পর্যায়ক্রমে ৩০০০ অসহায় পরিবারের মাঝে, নিজ অর্থায়ানে ঈদ সামগ্রী বিতরণ করেন কুমিল্লা মহানগর ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,দলিল লেখক গোলাম মোস্তফা মজুমদার।
২১ রমজান শনিবার দুপুর ১২টার সময় দক্ষিণ আশ্রাফপুর নোয়াগাঁও ঈদগাহ মাঠে এসব উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন এবং ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর-৬ আসনের সংসদসদস্য হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আব্দুল হাই বাবলু সাংগঠনিক সম্পাদন কুমিল্লা মহানগর আওয়ামীলীগ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল-মাহমুদ সহিদ, ছাদেকুর রহমান পিয়াস সাধারন সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবকলীগ, উম্মে সালমা লিজা কাউন্সিলর ১৯,২০,২১ নং ওয়ার্ড, আলি মুনসুর ফারুক,জহিরুল কামাল,ইসহাক মিয়া,মনির উদ্দিন রমিজ,সালেহ আহমেদ রাসেল,নাজমুল ইসলাম শাওন,মোশারফ মজুমদার মুন,আব্দুল সালাম সেলিম,মোস্তাক আহমেদ হুমায়ুন,সামছুল ইসলাম শাকিল ও রবিন সহ ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ সহ ২১ নং ওয়ার্ডের গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
গোলাম মোস্তফা মজুমদার বলেন,আমার লক্ষ্য হলো, একজন এগিয়ে থাকা ব্যক্তির সহযোগীতা পেয়ে, পিছিয়ে পড়া একজন ব্যক্তিকে, সামনের কাঁতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা।
আমি ও আমার পরিবারের সবাই সব সময় অসহায়,হতদরিদ্র কে সাহায্য সহযোগীতা করে থাকি এবং সামনে যেন আরও বেশি আকারে করতে পারি সে জন্য সবার নিকট দোয়া চান এবং সামনে ঈদ উল ফিতরকে সামনে রেখে তিনি আরও বলেন,
আমি সব সময় আপনাদের পাশে থাকার কথা দিয়েছিলাম। আমার দেওয়া কমিটমেন্ট আমি রেখেছি। অনেকেই অনেক রকমের প্রতিশ্রুতি দেয় কিন্তু তারা প্রকৃতপক্ষে মাঠে থাকে না। কিন্তু আমি মাঠের লোক। হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার নির্দেশে, দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে দিনরাত কাজ করে চলেছি।