Published : Sunday, 24 April, 2022 at 12:00 AM, Update: 24.04.2022 1:04:06 AM
ইসমাইল নয়ন।। মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের আইন বিষয়ক সম্পাদক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন। শনিবার সকালে ব্রাহ্মণপাড়া তার নিজস্ব বাসভবনে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে উপজেলার আটটি ইউনিয়নের পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে ঈদের উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, পেঁয়াজ, তৈল, কিসমিস, বাদাম, সেমাই এবং দুধ। এছাড়া তিনি দুই শতাধিক ব্যক্তির মাঝে নগদ অর্থ বিতরণ করেন। খাদ্য ও নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন সোহরাব খান চৌধুরীর বড় ভাই বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনির হোসেন চৌধুরী, আনিসুর রহমান ভূইয়া রিপন, ওমর ফারুক এবং আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সহধর্মীনি কানিজ ফাতেমা চৌধুরী, ব্রাহ্মণপাড়া থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন, কাউছার আহাম্মদ, আব্দুল হান্নান, শিরিন আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।