Published : Sunday, 24 April, 2022 at 12:00 AM, Update: 24.04.2022 1:04:10 AM
গত ২৩ এপ্রিল ২০২২, রোজ শনিবার ব্রিটানিয়া বিশ^বিদ্যালয় এর ইংরেজি এলামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ তারিকুল আলম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক কিশোয়ার জেরিন, আবদুল্লাহ আল মারুফ ও উম্মে রাবেয়া মিলি।
ইংরেজি এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলামনাই অ্যাসোসিয়েশন বর্তমান সভাপতি মোঃ আবু ইউসুফ, বর্তমান সেক্রেটারি মীম ইসলাম মীম, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, ট্রেজারার সুব্রত কুমার গোপ সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি, সেক্রেটারী ও অর্গানাইজিং সেক্রেটারি তাদের শুভেচ্ছা বক্তব্যে তারা বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে ইংরেজি বিভাগকে আরো আধুনিক ও বিশ^মানের বিভাগে পরিনত করতে বিশ^বিদ্যালয় তথা বিভাগের শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। তারা বলেন এলামনাই হলো যেকোন বিশ^বিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদেরকে একই ছাতার নিচে আসার সুযোগ তৈরী করে। তারা বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করে ভবিষ্যতে বিভাগের যেকোন কল্যানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বিভাগের সম্মানিত অনুষদ সদস্যবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্যে ছাত্রদের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং নিয়মিতভাবে নতুন-পুরাতন শিক্ষার্থীদের এই ধরনের মিলন মেলা কে অব্যাহত রাখতে পরামর্শ দেন যা জ্ঞানের বিনিময় ও অভিজ্ঞতা চর্চার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় চেয়ারম্যান জনাব মোঃ তারিকুল আলম তাঁর সমাপনী বক্তৃতায় সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানান এবং রমজানের তৎপর্য ও শিক্ষাকে আমাদের বাস্তবিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিময় সমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে এলামনাই সদস্যবৃন্দ বিভাগের উন্নয়নে কাজ করার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অর্জিত জ্ঞান ও সাংস্কৃতিক চর্চাকে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের সুনামকে অক্ষুন্ন রাখতে তাদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আধুনিক গুণগত শিক্ষা নিশ্চিতকরন ও দক্ষতা সম্পন্ন গ্র্যাজুয়েট তৈরী করতে ইংরেজি বিভাগ বদ্ধ পরিকর। তিনি ইংরেজি এলামনাইদের এই ধরনের উদ্যোগকে প্রশংসা করেন এবং সমাজের নানা স্তরে তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরীতে সহযোগিতার পরামর্শ দেন।