তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় জেলেনস্কিকে তিনি বলেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনা প্রক্রিয়া চলাকালে তুরস্ক সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এরদোগান বলেন, ইউক্রেনের মারিউপোলে আহত ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে। তুরস্ক গ্যারান্টারের বিষয়টিকে নীতিগতভাবে ইতিবাচকভাবে দেখে বলেও এ সময় জানান তিনি।
এরদোগানের সঙ্গে আলোচনায় ইউক্রেন বিভিন্ন দেশের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।
এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি ফোনালাপের ব্যবস্থা করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এই ফোনালাপের পর পুতিন আর জেলেনস্কি তুরস্কে সাক্ষাতের ব্যাপারে একমত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে তুরস্ককে নিরপেক্ষ অবস্থানেই দেখা গেছে। শুরু থেকেই এই সংকট নিরসনে কাজ করছে আঙ্কারা।