চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর রাতেই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে, শনিবার রাত পৌনে ১১টার দিকে শেরশাহ ও তারাগেটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- নগরীর কোতোয়ালি থানার নন্দনকানন দুই নম্বর গলির নুরুল ইসলাম সওদাগরের বাড়ির আব্দুল মাবুদের ছেলে ফয়সাল আলম ওরফে আলভী ও বায়েজিদ বোস্তামী থানার হারুন কোম্পানির বাড়ির মো. জাকিরের ছেলে রবিউল ইসলাম ওরফে হৃদয়।
ভুক্তভোগী যুবকের নাম মোহাম্মদ শরীফ। তিনি বায়েজিদ বোস্তামী থানার মোজাফফরনগর এলাকায় থাকেন।
ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কাজ শেষে বাসায় ফেরার পথে শেরশাহ ও তারাগেটের মাঝামাঝি ডাব গার্মেন্টসের সামনে শরীফকে থামিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন ছিনতাইকারীরা। মোবাইল ফোন দিতে না চাইলে তারা শরীফের বুকে ও পায়ে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। ওই সময় শরীফ চিৎকার করলে পাশে টহলরত পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় টিপ ছোরাসহ ফয়সাল আলম ওরফে আলভীকে আটক করে। পরে তার দেয়া তথ্যে রৌফাবাদ এলাকা থেকে তার সহযোগী রবিউল ইসলাম ওরফে হৃদয়কে আটক করা হয়। আহত শরীফ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।