Published : Monday, 25 April, 2022 at 12:00 AM, Update: 25.04.2022 12:31:35 AM
নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার বরুড়ায় গ্রাম সালিশের জের ধরে ইউপি মেম্বরকে কুপিয়ে
যখমের অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল বরুড়া উপজেলার চিতড্ডা গ্রামে এ ঘটনা
ঘটে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করেছে আহত মেম্বারের স্ত্রী।
অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে পরিবার।
মামলার সূত্র মতে,
সাম্প্রতি বরুড়া উপজেলার ওড্ডা গ্রাম থেকে ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)
নির্বাচিত হয়েছেন মুক্তার হোসেন। গত ১৯ এপ্রিল পাশের চিতড্ডা গ্রামে ইফতার
মাহফিলে রওনা দেন তিনি। এসময় পথিমধ্যে মেম্বারকে রাম দা দিয়ে কুপিয়ে আহত
করে সাত-আট জন দুর্বৃত্ত। এ ঘটনায় মামলা করেছেন মুক্তার মেম্বারের স্ত্রী
হাছিনা বেগম।
মামলার বাদী হাছিনা বেগম জানান, আমার স্বামী মুক্তার হোসেন
মেম্বার নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যান এবং গ্রাম সালিশ
করেন। গত ১৯ এপ্রিল পাশের চিতড্ডা গ্রামে ইফতার মাহফিলে যাওয়ার পথে
চিতড্ডার বিল্লাল, শিপন, জয়নাল, আব্দুল হাকিমসহ আরো তিন-চার জন আমার
স্বামীকে কুপিয়ে হত্যা চেষ্টা করে। রাম দার কুপে ডান হাতের বাহু রক্তাক্ত
জখম হয়। লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়েছে। তারা ছেয়েছিলো নতুন মেম্বারকে হত্যা
করার জন্য। হামলার সময় মোবাইল ফোন ও দোকানের বিশ হাজার টাকা সাথে ছিলো।
সন্ত্রাসীরা টাকা ও মোবাইল নিয়ে গেছে। আহত অবস্থায় বরুড়া উপজেলা হাসপাতালে
ভর্তি করানোর পর অবস্থা আরো খারাপ দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করিয়েছি। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত মুক্তার হোসেন
মেম্বার বলেন, যারা আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে, তাদের দ্রুত বিচার
দাবী করছি। তারা নানা অপরাধ কাজে সাথে লিপ্ত।
চিতড্ডা ইউপি চেয়ারম্যান
মো. জাকারিয়া বলেন, মুক্তার হোসেন আমার ইউনিয়ন পরিষদের সদস্য। সে জনগণের
প্রতিনিধি। পরিকল্পিত ভাবে তাকে কুপিয়ে যখম করা হয়েছে। আসামীদের দ্রুত
গ্রেফতার ও বিচার দাবী করছি। এ ঘটনা যেনো আর না হয়, সে ব্যবস্থা গ্রহণের
দাবী জানাচ্ছি।
মামলার বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল
বাহার মজুমদার বলেন, হামলার দিন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একাধিক টিম
কাজ করছে। আসামী গ্রেফতারে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।